বন্ধুরা, তোমাদের কাছে একটা প্রশ্ন যে পাতলা কাচের গ্লাসে গরম পানি ঢালা হলে কাচ ফাটে না কিন্তু কাচ পুরু হলে তা ফেটে যায় কেন?
গ্লাসে গরম পানি ঢালা হলে গ্লাসের ভিতরের অংশ গরম পানির সংস্পর্শে প্রসারিত হয়। কাচ পাতলা হলে ভিতরের তাপ দ্রুত বাইরে যেতে পারে। যদি কাচ পুরু হয়, ভিতরের তাপ বাইরে যেতে পারে না বলে ভিতরের অংশের প্রসারণ ঘটলেও বাইরের অংশ প্রসারিত হতে পারে না। তাই, প্রসারণ বলের জন্য পুরু কাচের গ্লাস গরম পানি ঢালার ফলে ফেটে যায়। পাতলা গ্লাসে গরম পানি ঢালা হলে কাচের প্রসারণ সব জায়গায় সমান হয় বলে তা ফাটে না।
নিচের ভিডিওতে পুরু কাচের গ্লাসে গরম পানি ঢালার ফলে গ্লাসটি ফেটে যাওয়া দেখানো হচ্ছে।