গ্রিন হাউস হচ্ছে কাচের তৈরি ঘর যার ভেতরে গাছপালা লাগানো হয়। শীতপ্রধান দেশে প্রচণ্ড ঠাণ্ডা থেকে গাছপালাকে রক্ষার জন্য গ্রিন হাউস তৈরি করা হয়ে থাকে। অবশ্যই তোমাদের মনে প্রশ্ন আসছে কিভাবে গাছপালাকে রক্ষা করা হয়?
আমরা জানি কাচ তাপ কুপরিবাহী। কাচের ভেতর দিয়ে তাপ সহজে চলাচল করতে পারতে না কিন্তু আলো তা করতে পারে। তাই গ্রিন হাউসের দেয়াল ও ছাদ কাচের তৈরি বলে সূর্যের আলো সহজে কাচের ভেতর দিয়ে ঘরে প্রবেশ করতে পারে। তাই গাছপালা ঘরের ভেতর ভালমতো বেড়ে উঠে। মজার ব্যাপার হচ্ছে, ঘরের ভেতরের গরম বাইরে যেতে পারে না এমনকি বাইরের ঠাণ্ডা ঘরের ভেতরে আসতে পারে না। তাই বন্ধুরা, গ্রিন হাউসের ভেতরটা গরম থাকে বলে গাছপালা ভালমতো বেড়ে উঠে।
অনেকসময় গ্রীনহাউসে অতিরিক্ত তাপের সৃষ্টি হতে পারে যা গাছপালার জন্য বিপজ্জ্নক। এছাড়া আবদ্ধ অবস্থায় জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে উদ্ভিদের শ্বসন ও প্রস্বেদনের হার কমে যায়, ফলে উদ্ভিদের বৃদ্ধি থমকে যায়। এ অসুবিধার কথা মাথায় রেখে গ্রীনহাউসের ছাদে একাধিক জানালার ব্যবস্থা করা হয় যাতে অতিরিক্ত তাপ ও জলীয় বাষ্প বেরিয়ে যেতে পারে।