শিক্ষা কার্যক্রমকে আরও সহজ, গতিশীল ও কাগজহীন করতে মোবাইল ও ওয়েব অ্যাপ চালু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগ। উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে আইসিটি বিভাগের অর্থায়ন ও সহযোগিতায়।
নির্মিতব্য অ্যাপটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। জুলাই থেকে এটি ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত হবে। অনলাইনে পাঠদান, পরীক্ষা কার্যক্রম, বিভাগীয় বিভিন্ন সেবা ত্বরান্বিত করাসহ নানা ধরনের কাজ করা যাবে নির্মিতব্য অ্যাপটি দিয়ে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, এমনকি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের জন্যও এই অ্যাপে যুক্ত থাকছে বিভিন্ন ফিচার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের চেয়ারম্যান মো. আকরাম হোসেনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিভাগটির শিক্ষকেরা এই অ্যাপ নির্মাণে কাজ করছেন।
ঢাবির এমআইএস বিভাগে নিজস্ব শক্তিশালী সার্ভার রয়েছে। নির্মিতব্য অ্যাপটির ব্যাকগ্রাউন্ডে আছে সুসংগঠিত ডেটাবেস সিস্টেম। এই দুইয়ের সমন্বয়ে শিক্ষার্থীদের একটি পেপারলেস একাডেমিক সিস্টেম করার আশা করা হচ্ছে।