শীর্ষস্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সুইডেনের ম্যাপিং প্রযুক্তি কোম্পানি ম্যাপিলারিকে অধিগ্রহণ করছে। ম্যাপিলারি মূলত হাজারো দাতার কাছ থেকে ছবি সংগ্রহ করে হালনাগাদ ম্যাপ তৈরি করে থাকে। ২০১৩ সালে ম্যাপিলারি প্রতিষ্ঠা করেন জান এরিক সোলেম। ম্যাপিলারি প্রতিষ্ঠানের তৈরি ম্যাপিং প্রযুক্তি ফেসবুক মার্কেটপ্লেস ও দাতব্য সংস্থাগুলোর জন্য তথ্য সরবরাহের কাজে লাগবে।
অধিগ্রহণ করার ফলে ফেসবুকের ম্যাপ সংক্রান্ত সমস্যার সমাধান ঘটবে এবং গুগল ও অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে। এর মাধ্যমে ম্যাপ সংক্রান্ত ব্যয়বহুল সেবা যেমন ম্যাপ হালনাগাদ করা বা রাস্তার তথ্য ও ঠিকানা হালনাগাদ করার বিষয়টি সমাধান করতে পারবে ফেসবুক।
ম্যাপিলারি মূলত ছবি, মজার তথ্য প্রভৃতি ক্রাউডসোর্স করে। স্মার্টফোন বা অন্যান্য ক্যামেরা তোলা বিভিন্ন ছবি একত্রে মিলিয়ে থ্রিডি ম্যাপ তৈরি করে থাকে। স্বচালিত গাড়ি প্রযুক্তির জন্য এ ধরনের তথ্য গুরুত্বপূর্ণ। ফেসবুকের অগমেন্টেড রিয়্যালিটি গ্লাস ও ভিআর হেডসেটের জন্য এ প্রযুক্তি কাজে লাগবে।