চলতি বছরের প্রথমদিকে পার্টনার সামিটে ডুয়াল ক্যামেরা রেকর্ডিং ফিচার দেখিয়েছিলো স্ন্যাপচ্যাট। অবশেষে ফিচারটি উন্মুক্ত করা হলো। এর ফলে ব্যবহারকারীরা একইসাথে সামনের ও পিছনের ক্যামেরায় স্ন্যাপ ফটো ও ভিডিও রেকর্ড করতে পারবে। খবর এনগ্যাজেট।
প্রাথমিকভাবে আইওএসের ক্ষেত্রে আইফোন এক্সএস ও পরের মডেলগুলোতে এই সুবিধা পাওয়া যাবে। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের এই ফিচারটি ব্যবহারে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।
গত এপ্রিলে ফিচারটির টিজার প্রকাশের সময় বলা হয়েছিলো, ফিচারটি ক্রিয়েটরদের জন্য অত্যাধুনিক ফিচারের অংশ হিসেবে আসবে, যাকে ‘ডিরেক্টর মোড’ বলা হয়। যেহেতু এখনও ডিরেক্টর মোড চালু হয়নি তাই আলাদা ফিচার হিসেবে ডুয়াল ক্যামেরা রেকর্ডিং সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ধারণা করা হচ্ছে আগামী এক-দুই মাসের মধ্যেই ডিরেক্টর মোড চালু করা হতে পারে।
ডুয়াল ক্যামেরা রেকর্ডিং স্ন্যাপচ্যাটে নতুন হলেও, এটি একেবারেই নতুন বিষয় নয়। সেলফি অ্যাপ বিরিয়েল কয়েক মাস আগেই একই ধরণের ফিচার চালু করেছে।