Wednesday, November 27, 2024
More

    সর্বশেষ

    ‘ই-বাণিজ্য করবো নিজের ব্যবসা গড়বো’ প্রকল্পের উদ্বোধন

    একবিংশ শতাব্দীর আসন্ন শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করার লক্ষ্য নিয়ে ক্রমবর্ধমান ই-কমার্স খাতে দক্ষ উদ্যোক্তা তৈরির উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে সরকার। আর এই লক্ষ্য কে সামনে রেখে সরকারের বাণিজ্য মন্ত্রনালয়ের ডব্লিউটিও সেলের উদ্যোগে, বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব)সহায়তায় ‘ই-বানিজ্য করবো নিজের ব্যবসা গড়বো প্রকল্পটির উদ্বোধন করা হয়।

    চলমান করোনা (কোভিট-১৯) ভাইরাসের প্রাদুর্ভাব বৈশ্বিকভাবে মহামারি রূপ ধারণ করায় প্রকল্পটির কার্যক্রম কিছু দিনের জন্য স্থগিত ছিল।  বর্তমানে ই-কমার্স খাতের গুরুত্ব অনুধাবন করে এই প্রশিক্ষণ কর্মসূচিটির কার্যক্রম অনলাইনে পরিচালনা করার সময়োপযোগী সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।

    ১১ই জুন অনলাইনে ‘ই-বানিজ্য করবো নিজের ব্যবসা গড়বো’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেন প্রধান অতিথি বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুল আজম,, বিপিসির কো-অর্ডিনেটর এ এইচ এম সফিকুজ্জামান,ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার এবং সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল। সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প পরিচালক মিরাজুল ইসলাম উকিল।  

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.