Thursday, September 25, 2025
More

    সর্বশেষ

    বাংলাদেশসহ ৪০টি দেশে গুগলের সাশ্রয়ী এআই প্লাস প্ল্যান

    প্রচারণা ডটকম: গুগল তাদের নতুন, সাশ্রয়ী এআই প্লাস প্ল্যান বিশ্বের ৪০টিরও বেশি দেশে চালু করেছে। এ তালিকায় বাংলাদেশসহ রয়েছে অ্যাঙ্গোলা, ক্যামেরুন, কোট দিভোয়ার, মিসর, ঘানা, ইন্দোনেশিয়া, কেনিয়া, মেক্সিকো, নেপাল, নাইজেরিয়া, ফিলিপাইন, সেনেগাল, উগান্ডা, ভিয়েতনাম ও জিম্বাবুয়ে।

    প্রথমে চলতি মাসের শুরুতে ইন্দোনেশিয়ায় এই প্ল্যান চালু করা হয় মাসিক প্রায় ৪৫০ টাকা সমমূল্যে। অধিকাংশ দেশে খরচ ধরা হয়েছে প্রায় ৫ ডলার সমপরিমাণ। নেপাল ও মেক্সিকোসহ কিছু দেশে আগামী ছয় মাসের জন্য গ্রাহকরা অর্ধেক মূল্যে এই সুবিধা পাবেন।

    এ প্ল্যানে গ্রাহকরা জেমিনি ২.৫ প্রো ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ছবি ও ভিডিও তৈরির সরঞ্জাম যেমন ফ্লো, হুইস্ক এবং ভিও ৩ ফাস্ট ব্যবহারের সুযোগ থাকবে। এছাড়া গুগলের গবেষণা সহায়ক নোটবুক এলএম, ইমেইল, ডকুমেন্ট ও স্প্রেডশিটে এআই সুবিধা এবং ২০০ গিগাবাইট ক্লাউড সংরক্ষণ পাওয়া যাবে।

    উল্লেখ্য, ওপেনএআইও সম্প্রতি ইন্দোনেশিয়ায় একই দামের চ্যাটজিপিটি গো প্ল্যান চালু করেছে। তবে গুগলের তালিকায় এখনও ভারতকে যুক্ত করা হয়নি।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.