Sunday, December 22, 2024
More

    সর্বশেষ

    শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে বিকাশ পেমেন্টের সুযোগ

    প্রচারণা ডটকম: এখন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ ব্যবহার করার সুযোগ পাচ্ছেন বিকাশ গ্রাহকরা। আকাশপথে আন্তঃদেশীয় ভ্রমণের আগে কিংবা বিরতিতে পর্যাপ্ত বিশ্রাম নেয়া সহ অন্যান্য সেবার পেমেন্ট বিকাশ করতে পারছেন গ্রাহকরা।

    এলক্ষ্যে সম্প্রতি বিকাশ ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। হোটেলটির এক্সিকিউটিভ অফিসে বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, শাহজালাল বিমানবন্দরে সবচেয়ে বড় প্রিমিয়াম লাউঞ্জ – বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জটি পরিচালনা করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। এখানে প্রিমিয়াম খাবার ও পানিয়ের ব্যবস্থা, ওয়ার্কস্টেশন, হাই-স্পিড ওয়াই-ফাই, শাওয়ার সুবিধা, হুইলচেয়ার অ্যাক্সেস, ডেডিকেটেড লাগেজ স্টোরেজসহ নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে যাত্রীদের জন্য। ফলে, ভ্রমণের আগে ও বিরতিতে পর্যাপ্ত বিশ্রাম নেয়ার সুযোগ পাচ্ছেন বিকাশ গ্রাহকরা।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.