প্রচারণা ডটকম: ওপেনএআইয়ের বিরুদ্ধে নয়াদিল্লির উচ্চ আদালতে মামলা দায়ের করেছে ভারতের শীর্ষ সংবাদ সংস্থা এএনআই। অভিযোগ করা হয়েছে, ওপেনএআই তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণের জন্য এএনআই-এর প্রকাশিত কনটেন্ট অনুমতি ছাড়াই ব্যবহার করেছে। খবর এএনআই, রয়টার্স।
এএনআই হলো সর্বশেষ সংবাদ সংস্থা যারা ওপেনএআই-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস এবং শিকাগো ট্রিবিউনের মতো সংবাদপত্র ওপেনএআই-এর বিরুদ্ধে অনুরূপ মামলা করেছে।
এএনআই অভিযোগ করেছে যে, ওপেনএআই তাদের অনুমতি না নিয়েই তাদের মূল বিষয়বস্তু ব্যবহার করেছে এবং এআই চ্যাটবটের মাধ্যমে ভুল সংবাদ পরিবেশন করেছে। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে মামলার প্রথম শুনানিতে বিচারক ওপেনএআই-কে অভিযোগগুলোর বিস্তারিত জবাব দিতে নির্দেশ দেন।
ওপেনএআইয়ের একজন মুখপাত্র বলেছেন, “আমাদের এআই মডেলগুলো প্রকাশ্যে পাওয়া তথ্য ব্যবহার করে তৈরি করা হয়, যা ফেয়ার ইউজ এবং সম্পর্কিত আইনি নীতিমালার অধীনে সুরক্ষিত।”
এএনআইয়ের অভিযোগে বলা হয়েছে, ওপেনএআই তাদের কন্টেন্ট ব্যবহারের জন্য বৈধ লাইসেন্স বা অনুমতি নিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে ওপেনএআই ইতোমধ্যেই ফিন্যান্সিয়াল টাইমস এবং অ্যাসোসিয়েটেড প্রেসের মতো সংস্থাগুলোর সাথে লাইসেন্সিং চুক্তি করেছে।
মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ জানুয়ারি নির্ধারিত হয়েছে।