প্রচারণা ডটকম : সোশ্যাল মিডিয়া সাইট রেডিটকে প্রথমবারের মতো “নিষিদ্ধ কনটেন্ট” মুছে না দেওয়ার জন্য জরিমানা করেছে রাশিয়া। দেশটির দাবি, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান সম্পর্কে ভুয়া তথ্য রয়েছে রেডিটে। মস্কোর একটি আদালত ও আরআইএ এর বরাত দিয়ে এই খবর জানিয়েছে খবর রয়টার্স।
রাশিয়ার কর্তৃপক্ষের তদন্তের মধ্যে থাকা সাইটগুলোর তালিকায় যুক্ত হয়েছে রেডিট। যেই তালিকায় উইকিমিডিয়া, স্ট্রিমিং পরিষেবা টুইচ এবং গুগল রয়েছে। এসব সাইটে ‘ভুয়া’ কনটেন্ট অপসারণে ব্যর্থ হয়েছে কোম্পানিগুলো, এমনটাই দাবি রাশিয়ার।
আরআইএ জানিয়েছে, আদালত রেডিটকে ২ মিলিয়ন রুবেল বা ২০ হাজার ৩৬৫ মার্কিন ডলার জরিমানা করেছে।
এছাড়াও মঙ্গলবার, আদালত উইকিমিডিয়া ফাউন্ডেশনকে একই অংকের জরিমানা করেছে।
এ বিষয়ে রেডিটের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।