প্রচারণা ডটকম : ব্লুটুথ কলিং ফিচারের নতুন স্মার্টওয়াচ উন্মোচন করলো ভারতীয় গেজেট নির্মাতা প্রতিষ্ঠান বোট। বোট আল্টিমা কল মডেলের এই স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৮৩ ইঞ্চির এইচডি ২.৫ডি কার্ভড ডিসপ্লে।
প্রাথমিকভাবে ভারতের বাজারে উন্মোচন হওয়া স্মার্টওয়াচে থাকছে সিলিকন এবং ধাতব স্ট্র্যাপের বিকল্প। এই স্মার্টওয়াচটি চারটি রঙের বিকল্পে সামনে আসবে, কালো, গোলাপী, নীল এবং সিলভার।
স্মার্টওয়াচটির ডিসপ্লে রেজ্যুলিউশন ২৪০ বাই ২৮৪ পিক্সেল এবং উজ্জ্বলতা ৭০০ নিটস। থাকছে হাই কোয়ালিটি ইন বিল্ট মাইক্রোফোন। এটিতে একটি সহজ ডায়াল প্যাড রয়েছে। পাশাপাশি রয়েছে একাধিক হেলথ ফিচার।
এই ঘড়িটিতে হার্ট রেট মনিটরিং এবং এসপিও২ ট্র্যাকিংয়ের মতো বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। রয়েছে ৭০০ টিরও বেশি স্পোর্টস মোড। এছাড়া রয়েছে আইপি৬৮ রেটিং।
ব্যাটারি ব্যাকআপের কথা বললে, এই স্মার্টওয়াচটি একবার চার্জে সাতদিন ব্যবহার করা যেতে পারে। বোটের এই স্মার্টওয়াচটি ক্যামেরা কন্ট্রোল, লাইভ ক্রিকেট স্কোর, মিউজিক কন্ট্রোল, ওয়েদার আপডেট, অ্যালার্ম কাউন্টডাউন, স্টপ ওয়াচ, ডোন্ট ডিস্টার্ব মোড এবং ফাইন্ড মাই ফোন ফাংশনের মত ফিচার রয়েছে।