ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ক্রিপ্টো ডটকম ফ্রান্সের প্যারিসে তাদের ইউরোপিয়ান সদর দপ্তর প্রতিষ্ঠা করতে যাচ্ছে। বুধবার সিঙ্গাপুরভিত্তিক কোম্পানিটির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রকাশিত খবরে বলা হয়, বাজার পরিচালনা প্রতিষ্ঠায় ক্রিপ্টো ডটকম ফ্রান্সে ১৫০ মিলিয়ন ইউরো বা ১৪৫.৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এছাড়া কমপ্লায়েন্স, ব্যবসায় ও পণ্য উন্নয়নে স্থানীয় জনবল নিয়োগ দেবে কোম্পানিটি।
ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্মটির বর্তমানে বিশ্বব্যাপী ৫০ মিলিয়নের অধিক গ্রাহক রয়েছে। গত মাসে ফ্রান্সের নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন পেয়েছে কোম্পানিটি। এর মাধ্যমে দেশটিতে গ্রাহকদেরকে পণ্য ও সেবা দিতে পারবে ক্রিপ্টো ডটকম।
চলতি বছরে যুক্তরাজ্য ও ইটালিতেও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছে ক্রিপ্টো ডটকম।