Tuesday, January 28, 2025
More

    সর্বশেষ

    অ্যাসিস্ট্যান্টনির্ভর ড্রাইভিং মোড বন্ধ করছে গুগল

    ২০১৯ সালের আইও সম্মেলনে গুগল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোড ড্যাশবোর্ডের ঘোষণা দেয়। পরের বছর পরীক্ষা-নিরীক্ষার পর ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে সেবাটি চালু করা হয়। তবে এক বছর যেতে না যেতেই সেবাটি বন্ধ করছে গুগল। খবর এনগ্যাজেট।

    ৯টু৫গুগলের বরাত দিয়ে খবরে বলা হয়, ব্যবহারকারীরা যখন গাড়ি চালান তখন স্মার্টফোনে এই সেবার মাধ্যমে অ্যান্ড্রয়েড অটো-লাইটের অভিজ্ঞতা পান, যেটি মূলত অ্যান্ড্রয়েড অটো স্মার্টফোন অ্যাপের বিকল্প। ঐ অ্যাপটিও গত বছর বন্ধ করে দেয় সার্চ ইঞ্জিন জায়ান্টটি।

    অ্যাসিস্ট্যান্ট ড্রাইভিং মোডে একটি হোম স্ক্রিণ-স্টাইল পেজ দেখায়। যেখানে উপরে গুগল অ্যাসিস্ট্যান্ট, মিউজিক প্লেয়ার, ভলিউম কন্ট্রোল এবং কল কিংবা মেসেজ পাঠানোর জন্য বাটন প্রদর্শিত হয়। ‘হে গুগল, লঞ্চ ড্রাইভিং মোড’ বলার মাধ্যমেই এটি চালু করা বা হোম স্ক্রিণে পিন করে রাখা যায়।

    অনেকেই ম্যাপস সংস্করণ থেকে সেবাটি ব্যবহার করেন। তাই সেবাটি জনপ্রিয়তা না পাওয়ায় এটি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ৯টু৫গুগল।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.