প্রচারণা ডটকম : এখনও আনুষ্ঠানিকভাবে হোয়াটসঅ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা চালু হয়নি। তবে বেটা ব্যবহারকারীদের জন্য সেবাটি চালু করা হয়েছে। ফলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বেটা প্রোগ্রামের সদস্যরা এই প্রিমিয়াম সেবা ব্যবহার করতে পারবেন, যেখানে বাড়তি হিসেবে বেশকিছু ফিচার থাকছে।
ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, প্রিমিয়াম সাবস্ক্রিপশন মূলত ব্যবসায়কে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। ফলে সাধারণ ব্যবহারকারীরা পেইড ফিচারগুলো উপভোগ করতে পারবেন না।
প্রিমিয়াম ব্যবহারকারীরা কাস্টোমাইজড কনট্যাক্ট লিংক প্রদান করতে পারবেন, যা প্রতি তিন মাসে একবার পরিবর্তন করা যাবে। এই কনট্যাক্ট লিংকের মাধ্যমে গ্রাহকরা ফোন নাম্বার টাইপ করা ছাড়াই নির্দিষ্ট ব্যবসায়ের সাথে সহজেই যোগাযোগ করতে পারবেন। টেলিগ্রামেও এমন ধরণের ফিচার রয়েছে, যেখানে ব্যবহারকারীরা তাদের নাম্বার শেয়ারিং ছাড়াই সরাসরি কনট্যাক্ট লিংক প্রদান করতে পারেন।
পেইড সংস্করণের আরেকটি সুবিধা হলো, একই অ্যাকাউন্ট একই সময়ে সর্বোচ্চ ১০টি ডিভাইসে সংযুক্ত থাকতে পারবে। ফলে ব্যবসায় প্রতিষ্ঠানের একটি অ্যাকাউন্ট দিয়ে একই সময়ে সর্বোচ্চ ১০ জন কর্মী হোয়াটসঅ্যাপে গ্রাহকসেবা দিতে পারবেন। এছাড়া সর্বোচ্চ ৩২ জনের সাথে ভিডিও কল দেয়া যাবে।