জলটা ঘোলা করে পুনরায় সেই জলই খাওয়ার কথা জানালেন বিলিওনিয়ার ইলন মাস্ক। আগের দামেই অর্থাৎ শেয়ারপ্রতি ৫৪.২০ ডলার মূল্যে টুইটার কেনার বিষয়ে সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে টেসলা প্রধান। খবর রয়টার্স।
মঙ্গলবার ব্লুমবার্গে প্রকাশিত খবরে বলা হয়, ইলন মাস্কের পুনরায় টুইটার কেনার বিষয়ে নতুন এই ঘোষণার ফলে টুইটারের শেয়ারমূল্য ১২.৪৭ শতাংশ বেড়ে ৪৭.৯৩ ডলারে পৌঁছেছে। তবে মাস্কের প্রতিষ্ঠান টেসলার শেয়ারমূল্য ৩ শতাংশ কমেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, একটি চিঠিতে টুইটারকে আগের প্রস্তাবিত মূল্যে টুইটার কেনার প্রস্তাব দিয়েছেন ইলন মাস্ক।
এই বিষয়ে টুইটার কিংবা ইলন মাস্কের আইনজীবীর কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
উল্লেখ্য, গত এপ্রিলে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার ঘোষণা দেন ইলন মাস্ক। তবে সপ্তাহখানেকের তিনি বলেন, টুইটারে বট অ্যাকাউন্টের সংখ্যা ৫ শতাংশের মতো ধরা হলেও সেটি তার থেকে অনেক বেশি। আর এই কথা সূত্র ধরেই বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। ট্রায়ার শুরু হওয়ার খবরের মাত্র দুই সপ্তাহেই টুইটার তাদের মত পরিবর্তন করলো।