প্রচারণা ডটকম : যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধে অনেক কোম্পানিই যখন ব্যাপক হারে কর্মী ছাঁটাই করছে সেখানে বিপরীত পথে হাটছে মাইক্রোসফট। আগামী বছরের মধ্যে চীনে আরও এক হাজার কর্মসংস্থার তৈরির ঘোষণা দিয়েছে সফটওয়্যার জায়ান্টটি। খবর টেকটাইমস।
অ্যাপলসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি বর্তমানে চীনের বাজারে বিনিয়োগ কমিয়ে আনা বা গুটিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে। চীনের বিকল্প দেশ হিসেবে খুঁজছে কোম্পানিগুলো। সেখানে বরং মাইক্রোসফট আরও বিনিয়োগ করতে আগ্রহী।
চীন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। সেই অর্থনীতির প্রতি আস্থার অংশ হিসেবেই এই ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।
বর্তমানে চীনে মাইক্রোসফটের ৯ হাজারের বেশি কর্মী রয়েছে। আগামী বছরের মধ্যে সেটিকে ১০ হাজারে উন্নীত করতে চাইছে যুক্তরাষ্ট্রের রেডমন্ট ওয়াশিংটনভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।
উল্লেখ্য, চীনের ১৩টি শহরে মাইক্রোসফটের কার্যালয় রয়েছে।