জিমেইলের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চলেছে জুম। প্রাথমিকভাবে ভিডিও কনফারেন্সিং সেটআপ নিয়ে চালু হয়েছিলো জুম সেবা। মূলত করোনাকালে এই অ্যাপের জনপ্রিয়তা বেড়েছিলো। শোনা যাচ্ছে, জিমেইলের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি নতুন পরিষেবা উদ্বোধন করতে চলেছে জুম কর্তৃপক্ষ।
করোনার সময়ে বেশিরভাগ মানুষই নির্ভরশীল হয়ে পড়েছিলেন ওয়ার্ক ফ্রম হোমের অভ্যাসে। সেখানে অফিসের মিটিং বাড়িতে বসে করার জন্য জুম অ্যাপ ছিলো অন্যতম ভরসা। শুধু তাই নয়, অনলাইন ক্লাস হোক বা নিছক আড্ডা দেওয়া- ক্রমাগত জুম অ্যাপের জনপ্রিয়তা বাড়ছিলো। এবার জিমেইলকে টেক্কা দেওয়ার জন্য নতুন পরিষেবা চালু করতে চলেছে জুম।
সম্প্রতি শোনা গিয়েছে জুম কর্তৃপক্ষ তাদের মেইলিং ক্লায়েন্ট জেডমেইল (জিরো পয়েন্ট ফর ক্রিয়েটিভিটি)-কে প্রকাশ্যে আনতে চলেছে। এর পাশাপাশি জুমের রয়েছে একটি ক্যালেন্ডার অ্যাপ, যার নাম জেডক্যাল। চলতি বছর নভেম্বর মাসে জুমের বার্ষিক কনফারেন্স জুমটোপিয়া অনুষ্ঠিত হতে চলেছে। সম্ভবত সেখানেই জুম কর্তৃপক্ষ তাদের নতুন পরিষেবার ঘোষণা করতে চলেছে।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, করোনাকালে যেভাবে জুম অ্যাপ ভার্চুয়াল মিটিংয়ের ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করেছিলো, সেভাবেই এই জেডমেইল এবং জেডক্যাল এর ক্ষেত্রেও জনপ্রিয় হবে জুম অ্যাপ।