গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) উৎপাদন ও সরবরাহ বাজার থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নেয়ার পরিকল্পনা করছে ইভিজিএ। একইসাথে প্রায় দুই দশক পর এনভিডিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। খবর দ্য ভার্জ।
এদিকে এনভিডিয়াকে দোষারোপ করছে ইভিজিএ। ভবিষ্যতে কোন পণ্য বাজারজাত করা হবে সে-সংক্রান্ত তথ্য গোপন করে এবং সহযোগী বা অংশীদারদের সঙ্গে আলোচনা না করেই জিপিইউর দাম কমিয়ে দেয়ার জন্য এনভিডিয়ার প্রতি এই অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
ইভিজিএ বলছে, এনভিডিয়া তাদের ফাউন্ডারস এডিশন মডেলগুলোও অনেক কম দামে বিক্রি করেছে। যে কারণে ইভিজিএ তার আরটিএক্স ৩০৮০, ৩০৯০ ও ৩০৯০ টিআই বিক্রিতে কয়েকশর বেশি ডলার হারিয়েছে।
নানা কারণে বিভিন্ন দেশে বৈধভাবে মাইনিংয়ের হার কমিয়ে দেয়া হয়েছে। একারণেও গ্রাফিক্স কার্ডের চাহিদা কমে গেছে। আগামীতে ব্যবসায়কে সাফল্যজনক মনে না করাকেও ব্যবসা গুটিয়ে নেবার কারণ হিসেবে মনে করা হচ্ছে।