আবারও ২০ হাজার ডলারের নিচে নেমে এসেছে বিটকয়েনের মূল্য। রবিবার ক্রিপ্টোকারেন্সিটির আগেরদিনের তুলনায় ৩১০ ডলার দরপতন হয়ে ১৯ হাজার ৮০৪ ডলারে নেমে আসে। খবর রয়টার্স।
বিশ্বের বৃহত্তম ও সর্বাধিক জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সি গত মার্চে বছরের সর্বোচ্চ মূল্যে ৪৮ হাজার ২৩৪ ডলারে উন্নীত হয়। সেই হিসেবে আগের চেয়ে ৫৮.৯ শতাংশ দরপতন হয়েছে বিটকয়েনের। এর আগে গত মাসের শেষের দিকে সেটি ২০ হাজারের নিচে নেমে যায়।
এদিকে, ইথেরিয়ান ব্লকচেইন নেটওয়ার্কের সাথে যুক্ত কয়েন ইথার এর মূল্য রবিবার ৩.২ শতাংশ কমেছে। আগের দিনের থেকে ৪৭ ডলার কমে এদিন মূল্য ১৪২১.১ ডলারের নেমে আসে।