Saturday, December 28, 2024
More

    সর্বশেষ

    বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী গৌতম আদানি

    প্রচারণা ডটকম ডেস্ক : অ্যামাজনের জেফ বেজোসকে টপকে বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের গৌতম আদানি। তবে ২৭ হাজার ৩৫০ কোটি ডলারের সম্পদ নিয়ে ইলন মাস্ক এখনও সবার উপরেই আছেন।

    ফোর্বস ম্যাগাজিনের রিয়েল-টাইম বিলিয়নেয়ার তালিকার তথ্য অনুযায়ী, আদানি গ্রুপের এ প্রতিষ্ঠাতার সম্পদের মূল্য এখন ১৫ হাজার ৪৭০ কোটি ডলার।

    গৌতম আদানি গত মাসেই লুই ভুইতোর আনুকে টপকে শীর্ষ ধনীদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছিলেন, সেসময় তার সামনে ছিল কেবল মাস্ক আর বেজোস।

    ধনীদের র‍্যাংকিংয়ে এবার শীর্ষ তিনে রয়েছেন আনু। শুক্রবারই ৩ দশমিক ০৮ শতাংশ বা ৪৯০ কোটি ডলার বেড়ে তার পরিবারের সম্পদের মোট মূল্যমান দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৫০ কোটি ডলারে।

    আর ২৩০ কোটি ডলার খুইয়ে চারে নেমে যাওয়া বেজোসের মোট সম্পদমূল্য এখন ১৪ হাজার ৯৭০ কোটি ডলার।

    উল্লেখ্য, ভারতের প্রথম প্রজন্মের উদ্যেক্তা গৌতম আদানির একাধিক অবকাঠামো, খনি, জ্বালানি ও অন্যান্য খাত সংশ্লিষ্ট কোম্পানি আছে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.