প্রচারণা ডটকম : সম্প্রতি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের হিসাব বিবরণী প্রকাশ করেছে ইন্টেল। প্রতিবেদন প্রকাশের সময় অধিকাংশ প্রধান যন্ত্রাংশের দাম বাড়ানোর কথা জানিয়েছিলো মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। মার্দারবোর্ড, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) ছাড়াও ইন্টেলের তৈরি বিভিন্ন যন্ত্রাংশ রয়েছে এই তালিকায়। খবর ডব্লিউসিসিএফটেক।
খবরে বলা হয়, নতুন ৭০০ সিরিজের মাদারবোর্ডও এর অন্তর্গত। ইন্টেল মাদারবোর্ডে যেসব চিপসেট ব্যবহার করা হয় টিম ব্লুই তৈরি করেছে। এর ফলে সর্বাধুনিক চিপ র্যাপটর লেক ও মাদারবোর্ড কেনার জন্য ভোক্তারা যে ব্যয় নির্ধারণ করেছিলো তার চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হবে বলে আশা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।
ডব্লিউসিসিএফটেক তথ্যানুযায়ী, বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির কারণে পণ্যের দাম বেড়েছে। তবে কোন যন্ত্রাংশ বা পণ্যের দাম কেমন বাড়বে সে বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, সর্বোচ্চ ২০ শতাংশ বাড়তে পারে দাম।
ইন্টেলের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) ডেভিড জিনসার জানান, শিগগিরই ইন্টেল ভালোমানের কিছু পণ্য ব্যবহারকারীদের জন্য বাজারজাত করবে।