গত বছরের আগস্টে নতুন গেমের অনুমোদন বন্ধ করে দিয়েছিলো চীন। এরপর চলতি বছরের মার্চে পুনরায় অনুমোদন দেয়া হয়। এবার ৭৩টি গেমের অনুমোদন দিয়েছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা। খবর রয়টার্স।
ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নতুন অনুমোদন পাওয়া গেমগুলোর মধ্যে চীনের দ্বিতীয় বৃহত্তম গেম ডেভেলপার কোম্পানি নেটএজ রয়েছে। গতবছর অনুমোদন বন্ধ হওয়ার পর বিশ্বের অন্যতম বৃহত্তম গেম ডেভেলপার প্রতিষ্ঠান ও ইউচ্যাট মেসেজিং প্ল্যাটফর্মের মালিকানা প্রতিষ্ঠান টেনসেন্টের কোনো গেম অনুমোদন না পেলেও এবার কোম্পানিটির অঙ্গপ্রতিষ্ঠানের তৈরি গেম অনুমোদন পেয়েছে।
নেটএজ গত ১৪ মাসের মধ্যে প্রথমবারের মতো কোনো ভিডিও গেমের অনুমোদন পেলো। এটি একটি স্পোর্টস গেম, যেটি অল স্টার স্ট্রিট বল পার্টি নামে আনা হয়েছে। এছাড়া এক্সডি ইনকরপোরেশন সিএমজিই টেকনোলজি গ্রুপও লাইসেন্স পেয়েছে।