বাংলাদেশের স্মার্টফোন বাজারে ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা করে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো। প্রতিষ্ঠানটির ছয় বছরপূর্তি উপলক্ষে অপোর এফ ১৭ সিরিজের প্রতিটি ফোনের সঙ্গে থাকছে ‘হাউসফুল অফার’ ক্যাম্পেইনের আয়োজন করেছে। ক্যাম্পেইনটি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এই হাউসফুল অফারে ফ্যানরা নানান উপহারের সঙ্গে ১০০% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিতে পারবেন।
দেশব্যাপী এই ক্যাম্পেইনে মোট ৬ জন ভাগ্যবান পাবেন বিজয়ী টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ওভেন এবং ব্লেন্ডার। এ ছাড়া পেতে পারেন ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। এফ১৭ প্রো অথবা এফ১৭ এর যেকোন একটি ক্রয়ের পর গ্রাহকরা এই ক্যাম্পইনে অংশ নিতে পারবেন। অপো এফ১৭ প্রো’র মূল্য ২৭,৯৯০ টাকা এবং অপো এফ১৭ এর মূল্য ২২,৯৯০ টাকা। দুটি স্মার্ট ডিভাইসই এখন প্রতিটি অপো স্টোর এবং ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।