Thursday, December 26, 2024
More

    সর্বশেষ

    পুনরায় ‘এক্সপি-পেন’র পরিবেশক হল মাল্টিমিডিয়া কিংডম

    দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে দেশে বিভিন্ন পেশার হাজারো ক্রেতার হাতে ডিজিটাল মাধ্যমে লেখালেখি ও আঁকাআঁকির ডিভাইস সরবরাহ করে আসছে মাল্টিমিডিয়া কিংডম। তারই ধারাবাহিকতায় প্রায় ৭ বছর আগে মাল্টিমিডিয়া কিংডমের হাত ধরেই বাংলাদেশের বাজারে পরিচয় ঘটে এক্সপি-পেনের। বাংলাদেশে মাল্টিমিডিয়া কিংডমই এক্সপি-পেনের একমাত্র অনুমোদিত পরিবেশক হিসেবে পণ্য সরবরাহ করে আসছে। সম্প্রতি পুনরায় অনুমোদিত পরিবেশক হিসেবে মাল্টিমিডিয়া কিংডমকে স্বীকৃতি দেয়া হয়েছে।

    এ বিষয়ে মাল্টিমিডিয়া কিংডমের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ জুয়েল বলেন, শুধুমাত্র গ্রাফিক্স ট্যাবলেট বিক্রি নয়, আমাদের পথচলার দীর্ঘ এই সময়ে বিক্রয়োত্তর সেবা, অফিশিয়াল ওয়ারেন্টি ও আনুষাঙ্গিক পণ্য সরবরাহ করে গ্রাহকদের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বিশ্বসেরা গ্রাফিক্স ট্যাবলেট সরবরাহে বাংলাদেশের বাজারে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে মাল্টিমিডিয়া কিংডম। তিনি আরও বলেন, পুনরায় এক্সপি-পেনের একমাত্র বাংলাদেশি পরিবেশক হিসেবে স্বীকৃতি পাওয়ায় একমাত্র আমাদের কাছ থেকেই গ্রাহকরা নিশ্চিন্তে অরিজিনাল পণ্য ও গ্রাহক সেবা পাবেন। আমাদের শোরুম কিংবা ঘরে বসে বাংলাদেশের যেকোনো প্রান্তের গ্রাহক আমাদের বিশাল পণ্য তালিকা থেকে নিজের পছন্দের পণ্যটি কিনতে পারবেন।

    এ ছাড়া যারা গ্রাফিক্স ট্যাবলেট, স্পিকারসহ বিভিন্ন মাল্টিমিডিয়া ডিভাইস কিনতে চাচ্ছেন তারা পরামর্শ নিতে প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইট (https://multimediakingdom.com.bd), ফেসবুক পেজ (fb.com/multimediakingdom) বা ০১৭৫৫৫৩২৩৪৫ যোগাযোগ করতে পারেন।

    উল্লেখ্য, মাল্টিমিডিয়া কিংডম বাংলাদেশে ওয়াকম, হুইয়ন, পার্বলো, টেন-মুনস, ভেইকসহ বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের গ্রাফিক্স ট্যাবলেট সরবরাহ করছে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.