টিভি২৪ ডেস্ক: দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ইভ্যালির অ্যাকাউন্ট ৩০ দিন স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।
বৃহস্পতিবার বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে ।
প্রতিষ্ঠানগুলোকে চিঠি ইস্যুর তারিখ হতে ৫ কার্যদিবসের মধ্যে ইভ্যালি এবং ইভ্যালির এমডি ও সিইও এবং চেয়ারম্যানের অ্যাকাউন্টের যাবতীয় লেনদের বিস্তারিত দিতে বলা হয়েছে।
উদ্ভুত বিষয়ে ইভ্যালির এমডি ও সিইও মোহাম্মদ রাসেল বলছেন, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি বিশ্বাস করেন। কর্তৃপক্ষ যা যা যাচাই করতে চাইছেন সে বিষয়ে সব রকম সহযোহিতা করবেন।