Monday, November 25, 2024
More

    সর্বশেষ

    আইটি খাতে যৌথ সেবা দেবে মাইক্রোসফট এবং ওয়ালটন

    ক.বি.ডেস্ক: বাংলাদেশে সফটওয়্যার ও হার্ডওয়্যারসহ আইটি খাতে যৌথ সেবা দেবে মাইক্রোসফট এবং ওয়ালটন। এ ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মাইক্রোসফটের মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় ওয়ালটনের মাধ্যমে বাংলাদেশে সফটওয়্যার সহজলভ্য মূল্যে প্রদান করবে মাইক্রোসফট। এ ছাড়াও মাইক্রোসফটের আপডেটেড সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যার সংক্রান্ত অত্যাধুনিক পণ্য সরবরাহ করবে। দেশের শিক্ষা খাতেও ওয়ালটনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মাইক্রোসফট। গ্রাহক ওয়ালটন ল্যাপটপ এবং ডেস্কটপের মাধ্যমে মাইক্রোসফটের এই সুবিধাগুলো উপভোগ করতে পারবেন।

    সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এই সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইক্রোসফট সাউথইষ্ট এশিয়া নিউ মার্কেটসর জেনারেল ম্যানেজার সুক হুঁ চেআ। উপস্থিত ছিলেন মাইক্রোসফট সাউথইষ্ট এশিয়া নিউ মার্কেটসর কর্পোরেট সেলস ডিরেক্টর জায়েদ আলকাদি, মাইক্রোসফটর চিফ পার্টনার অফিসার এ এন এইচ ফাম; ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী, চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ, চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ আব্দুস সালাম প্রমুখ।  

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.