বেসিসের পরিচালক হলেন রাশাদ কবির

0
81

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) পরিচালকের দায়িত্ব নিয়েছেন রাশাদ কবির। তিনি ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড ও এইচএসডি ড্রিম৭১ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেসিসের ২৮৬ তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে রাশাদ কবির বলেন, বেসিরের মতো একটি সংগঠনের দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে যে কারও জন্যেই আনন্দ ও গর্বের বিষয়। দায়িত্ব সঠিকভাবে পালন করতে সকলের সহযোগিতা চাই। এ খাতে সরকার ঘোষিত ৫ বিলিয়ন ডলারের যে লক্ষ্যমাত্রা আছে, সেটি নিয়েই সবার আগে কাজ করতে চাই।

এর আগে রাশাদ বেসিসের জাপান ফোকাস গ্রুপের চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার নেতৃত্বেই ২০১৮ সাল এবং ২০১৯ সালে জাপান আইটি উইকে সফলভাবে অংশগ্রহণ করে বেসিস।

টেকইকম ডেক্স

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে