Tuesday, November 12, 2024
More

    সর্বশেষ

    অপো ‘পোর্ট্রেট প্রো চ্যালেঞ্জ’ ফটোগ্রাফি প্রতিযোগিতা

    অপো বাংলাদেশের ফ্যানদের জন্যে নিয়ে এলো ‘পোর্ট্রেট প্রো চ্যালেঞ্জ’ নামে একটি ফটোগ্রাফি প্রতিযোগিতা। যার মাধ্যমে অপো ব্যবহারকারীরা বাড়িতেই অনন্য সব ছবি তোলা শিখতে পারবেন এবং অংশগ্রহণ করে চমতকার পুরস্কার জিতে নিতে পারবেন। তিনটি ভাগে এ প্রতিযোগিতাটি চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। বিশিষ্ট মডেল ফটোগ্রাফার ওয়াসিফ বিওন এ ক্যাম্পেইনে অপোর সঙ্গে কাজ করেছেন। ফ্যানরা কিভাবে শুধুমাত্র অপো এফ সেভেন্টিন প্রো ব্যবহার করে অনন্য ছবি তুলতে পারেন, পুরো ক্যাম্পেইন জুড়ে সে বিষয়গুলো সুচারুভাবে তুলে ধরবেন এই তরুন ফটোগ্রাফার।

    অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে (https://www.facebook.com/oppobangladesh/) ৩ নভেম্বর প্রথম পর্যায়ে  দুটি ক্রিয়েটিভ ছবি আপলোড করা হয়েছে। ৪ নভেম্বর এই ছবিগুলো তোলার প্রক্রিয়া বোঝানোর জন্যে ছবির পেছনের গল্প ভিডিও আকারে পোস্ট করা হবে। ৪ থেকে ৬ নভেম্বর ফ্যানরা এই ক্যাম্পেইনের পোস্টে কমেন্ট করে বা ইনবক্সে তাদের ছবি জমা দিতে পারবেন। প্রথম বিজয়ীর নাম প্রকাশ করা হবে ৭ নভেম্বর। বিজয়ী পাবেন একটি অপো এনকো ডব্লিউ৫১ হেডফোন।

    ৮ ও ৯ নভেম্বর আবারও ২টি নতুন ছবি এবং ভিডিও আকারে ছবির পেছনের গল্প পোস্ট করা হবে। এ পর্যায়ের বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১২ নভেম্বর। শেষ পর্যায় শুরু হবে ১৩ নভেম্বর এবং বিজয়ীর নাম প্রকাশ করা হবে ১৭ নভেম্বর। সেরা পোর্টেট তোলায় চূড়ান্ত বিজয়ী হিসেবে একজন পাবেন একটি অপো এফ সেভেন্টিন প্রো।

    এফ সেভেন্টিন প্রো’তে এআই কালার পোর্ট্রেট এর মাধ্যমে সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে শহুরে রাস্তায় কিংবা ভ্রমণে অনন্যসাধারণ রঙে ফ্যাশনেবল সব ছবি তোলা যাবে। এআই সুপার ক্লিয়ার পোর্ট্রেট এবং এআই বিউটিফিকেশন ২.০ এর সুবাদে ছবিতে আরও বেশি ফেসিয়াল ডিটেইল পাওয়া যাবে। এআই নাইট ফ্লেয়ার পোর্ট্রেট মোড ও এআই সুপার নাইট পোর্ট্রেট মোডে অল্প আলোতেও উজ্জ্বল এবং পরিষ্কার ছবি তোলা যাবে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.